Saturday, November 15, 2025

রাজ্যে ক্রমবর্ধমান করোনার প্রকোপের জেরে প্রতি সপ্তাহে রোটেশন পদ্ধতিতে পৃথক দুটি দিন লকডাউন পালিত হবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন জুলাইয়ের পর গোটা অগাস্ট মাসজুড়ে করোনা মোকাবিলায় এই পদ্ধতি অবলম্বন করা হবে। গত সপ্তাহ থেকে রোটেশন লকডাউন শুরু হয়েছে। গত বৃহস্পতি ও শনিবার রাজ্যজুড়ে কঠোরভাবে পালিত হয়েছে লকডাউন। পূর্ব ঘোষণা অনুযায়ী এ সপ্তাহে বুধবার ফের লকডাউন। কিন্তু চলতি সপ্তাহে দ্বিতীয় লকডাউন কবে? নবান্ন এখনও তা ঘোষণা করেনি। আর তাই নিয়েই জল্পনা সর্বত্র।

চলতি সপ্তাহে কি আদৌ দ্বিতীয় হবে? বিভিন্ন মহলে কিন্তু সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। বুধবারের পর আরও তিনদিন থাকছে সপ্তাহে। বৃহস্পতি, শুক্র ও শনিবার। কিন্তু শনিবার কোনও ভাবেই লকডাউন সম্ভব নয়। ওইদিন মুসলিম সম্প্রদায়ের ঈদ রয়েছে। আর আগের দিন অর্থাৎ শুক্রবার তাঁরা ঈদের প্রয়োজনীয় কেনা-কাটা করবেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়েছিলেন, কোনও সম্প্রদায়ের কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত না করেই রোটেশন পদ্ধতিতে লকডাউন চলবে। ফলে এ সপ্তাহে শুক্র ও শনিবার লকডাউন প্রায় অসম্ভব।

সেক্ষেত্রে হাতে থাকছে শুধুমাত্র বৃহস্পতিবার। কিন্তু এখনও পর্যন্ত তা ঘোষিত নয়। তাছাড়া বুধের পর বৃহস্পতিবার ফের লকডাউন হলে টানা দু’দিন রাজ্য স্তব্ধ হয়ে যাবে। সেটা সরকার নাও চাইতে পারে। তবে অপশন আরও একটি আছে। তা হল সপ্তাহের শেষদিন রবিবার। কিন্তু রবিবার এমনিতেই ছুটি থাকে সর্বত্র। রাস্তাঘাটে মানুষ কম দের হন। অবশ্য সকাল ও সন্ধ্যায় দোকান-বাজারে ভিড় করেন মানুষ। কিন্তু রবিবার লকডাউন কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন আছে।

ফলে সংশ্লিষ্ট মহল মনে করছে, চলতি সপ্তাহে দ্বিতীয় লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সাংবাদিক বৈঠকে লকডাউন নিয়ে সরকারি সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version