Thursday, November 13, 2025

মারণ ভাইরাসের কোপে প্রাণ হারাচ্ছেন একের পর এক মানুষ। সেই কোপ পড়েছে মানুষের অর্থনীতির উপরও। এই সংকটকালীন পরিস্থিতিতে ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভুলতে বসেছেন সাধারন মানুষ। মহামারিকালে বর্তমানে বাঁচার রাস্তা খুঁজছেন বেশিরভাগই। এই আবহে লক্ষ লক্ষ ভারতীয় জীবনের শেষ সম্পদ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলে নিচ্ছেন। গত ৪ মাসেরও কম সময়ে ৩০ হাজার কোটি টাকা পিএফ তুলে নিয়েছেন ভারতীয়রা।

চাকরি থেকে ছাঁটাই অথবা বেতন হ্রাস, গত কয়েক মাসে এই শব্দগুলির সঙ্গে আরও বেশি করে অভ্যস্ত হয়েছে বিশ্ববাসী। ব্যতিক্রম নয় এই দেশও। মহামারি আবহে বহু সংস্থা কর্মীদের ছাঁটাই করেছে। কেউ কেউ আবার বেতন হ্রাসের পথে হেঁটেছে। জানা গিয়েছে, পিএস থেকে টাকা তোলার জন্য আবেদন করেছেন ৮০ লক্ষ মানুষ। এপ্রিল থেকে নিজেদের সঞ্চয় এর অংশ তুলতে শুরু করেছেন তাঁরা।

ইপিএফও জানিয়েছে, সারা দেশের প্রায় ৩০ লক্ষ কর্মী ৮ হাজার কোটি টাকা পিএফ থেকে তুলেছেন৷ বাকি ২২ হাজার কোটি সাধারণ ভাবেই তোলা হয়েছে৷ সেই সংখ্যাটাও প্রায় ৫০ লক্ষ৷ মার্চ মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল ইপিএফও সদস্যরা মোট টাকার ৭৫ শতাংশ বা তিন মাসের পিএফ-এর টাকা তুলতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, পিএফ থেকে টাকা তোলার প্রবণতা আগামী দিনে আরও বাড়বে। কারণ মহামারি পরিস্থিতিতে যত দিন যাবে তত পকেটে টান পড়বে সাধারণ মানুষের।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version