ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা, জখম ৫ পুলিশকর্মী

0
1

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা। ঘটনায় জখম হয়েছেন ৫ পুলিশ কর্মী। বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার জনবহুল এলাকার পল্লবী থানায় ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরবানির ঈদের ঠিক আগেই এমন ঘটনার জেরে প্রবল আতঙ্কিত জনগণ। জানা গিয়েছে, জঙ্গি হামলার সতর্কতা ছিলই। এদিন ভোরে থানার মধ্যেই বিস্ফোরণের ঘটনা তেমনই ইঙ্গিত মিলছে।

এই ঘটনায় এই ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়, অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশকর্মীকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়। দুজন পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।