গুরুতর অসুস্থ ফুয়াদ হালিম, টুইটে জানালেন স্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি চিকিৎসক তথা সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন ফুয়াদ হালিমের স্ত্রী সাইরা শাহ হালিম। বেশ কয়েকদিন আগে ধরেই অসুস্থ ফুয়াদ হালিম। ইতিমধ্যে দু’বার তাঁর কোভিড টেস্ট হয়েছে, দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। সাইরা হালিম ট‍ুইটে লেখেন, “কোভিড মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হওয়ার পাশাপাশি, মহামারি চলাকালীন বহু অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবা করেছেন আমার স্বামী ডাঃ ফুয়াদ হালিম। তিনি এখন বেলভিউয়ের আইসিইউতে চিকিৎসাধীন। এই মানসিক পরিস্থিতিতে দয়া করে ওঁর জন্য প্রার্থনা করুন।”

লকডাউনের প্রথম থেকেই মাত্র ৫০ টাকায় ডায়ালাইসিস করে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন এই চিকিৎসক। ফুয়াদ হালিমের সংস্থা ‘কলকাতা স্বাস্থ্য সংকল্প’ কেএসএস গত ৩০ জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার দরিদ্র মানুষদের ডায়ালাইসিস করেছে। লকডাউনের আগেও মাত্র ৩৫০ টাকায় ডায়ালাইসিস করত তাঁর সংস্থা। এই যোদ্ধা চিকিৎসকের দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।

Previous articleপদ্ম ফোটা দূর অস্ত, জঙ্গলমহলে দাঁত ফোটাতে পারবে না বিজেপি! দাবি ছত্রধরের
Next articleপ্রকাশিত:” অকথিত প্রণব” তৃতীয় খণ্ড