সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। প্রয়াত অভিনেতার বাবার এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছেছেন বিহার পুলিশের অফিসাররা। আর এই মামলায় গ্রেফতারির সম্ভাবনা আছে বুঝেই এদিন মুম্বইয়ের আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চলেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের বাবা কেকে সিংয়ের এফআইআরে মূল অভিযুক্ত রিয়া, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। অভিযোগ অনুযায়ী, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে রিয়ার অ্যাকাউন্টে। অভিনেতার ক্রেডিট কার্ড, পাসবুক, পাসওয়ার্ড ছিল রিয়া ও তাঁর পরিবারের দখলে। এমনকী সুশান্তের মৃত্যুর পরও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মারাত্মক অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। আর্থিক জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, মানসিক নির্যাতন ও অাত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একাধিক অভিযোগ সরাসরি উঠেছে রিয়ার বিরুদ্ধে। সুশান্তের পরিবার মুম্বই পুলিশের তদন্তে আস্থা হারিয়ে বিহার পুলিশের কাছে তদন্তের আর্জি জানিয়েছে। সুশান্তের বাবার সঙ্গে নিজে এবিষয়ে কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিহার পুলিশের ডিজি নিজে সুশান্ত মৃত্যু তদন্তের বিষয়ে নজরদারি চালাবেন।