মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, সম্পূর্ণ লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ম পালন করাবে পুলিশ-প্রশাসন। সেইমতো আগের দুদিন রাজ্য জুড়ে পালিত হয়েছে লকডাউন। বুধবার সকাল থেকে মোটামুটি ছবিটা ছিল একই রকম। কিন্তু লকডাউনের গুরুত্ব না বুঝে সেটাকে ছুটির দিন ভেবে ‘উপভোগ’ করছিলেন উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকার বাসুদেবপুরের বেশ কিছু বাসিন্দা। কেউ ছিপ নিয়ে বসেছিলেন পুকুরে মাছ ধরতে। কেউ আবার বন্ধ চায়ের দোকানে রীতিমতো মাদুর পেতে বসিয়ে ছিলেন মদ্যপানের আসর। কিন্তু পুলিশের নজর এড়ায়নি কিছুই। যেই মাত্র পুলিশের গাড়ি গিয়ে দাঁড়িয়েছে, সেই মাত্র সব ফেলে রেখে প্রাণপণ দৌড় লাগিয়েছেন সবাই। ডাঙায় পুলিশ, তাই ছিপ রেখে পুকুরে নেমে পড়েছেন অনেক মৎস্যশিকারি। যদিও কড়া হাতে লাঠি ধরে লকডাউনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে প্রশাসন।