দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম- প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রয়াণে টুইটে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

My condolences on passing away of Shri @SomenMitraINC. As an MLA, MP & twice President of the Bengal PCC, he left an indelible mark on the State’s politics. A man of steel, he always looked at the bigger picture. In his demise, I have lost a friend & colleague of long standing. pic.twitter.com/ypy7WLWboE
— Pranab Mukherjee (@CitiznMukherjee) July 30, 2020
টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, একজন বিধায়ক, সাংসদ ও দু বারের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাজ্য রাজনীতিতে একটি বিরাট ছাপ রেখে গেলেন৷ লৌহ মানব, সর্বদা বৃহত্তর ছবিটা দেখতে পেতেন। একইসঙ্গে সোমেন মিত্রের আমহার্স্ট স্ট্রিটের কালীপুজোর ছবিও পোস্ট করেন প্রণব মুখোপাধ্যায়৷