Sunday, November 16, 2025

রাজ্য রাজনীতিতে ইন্দ্রপতন, চলে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

Date:

রাজ্য রাজনীতিতে ইন্দ্রপতন। ৭৮ বছর বয়সে চলে গেলেন সোমেন মিত্র। অবসান একটি যুগের। বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার নার্সিংহোমে তাঁর মৃত্যু হলো। দিন সাতেক আগে কলকাতার বেলভিউ নার্সিংহোমে তিনি ভর্তি হয়েছিলেন পেসমেকার বদলের জন্য। সেই সময় তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল। ডায়ালিসিসও হচ্ছিল। মাঝে মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বুধবার তিনি শুভানুধ্যায়ীদের সঙ্গে কথা বলেন, নার্সিংহোমে হাঁটেনও। রাতের খাবারও খান। কিন্তু ভোর রাতে (১.৫০ মিনিটে) হৃদরোগে আক্রান্ত হন। সে ধাক্কা আর সামলাতে পারেননি।

কংগ্রেস রাজনীতিতে আমহার্স্ট স্ট্রিটের ‘ছোড়দা’ বলে পরিচিত ছিলেন সোমেন মিত্র। কেন্দ্রের রেলমন্ত্রী গণিখান চৌধুরীর সঙ্গে ছিল অসম্ভব ভালো সম্পর্ক। কলকাতার শিয়ালদহ বিধানসভা কেন্দ্র যা এখন লুপ্ত, এখান থেকে তিনি সাতবার জিতে এসেছেন। ২০০৭-২০০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস তৈরি করেন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালের লোকসভা ভোটের আগে ফের ফেরেন কংগ্রেসে।

নয়ের দশকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে মতভেদ এবং নির্বাচনে লড়াইয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়েছিলেন। এরপর ১৯৯৮ -এর ভোটে কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে তিনি প্রদেশ সভাপতির পদ ছেড়ে দেন। এরপর ২০১৮ সালে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ফুল পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যোগাযোগ রাখছিলেন অধীর চৌধুরীও। রাত থেকেই আসতে থাকেন কংগ্রেস নেতারা। রাতেই খবর যায় স্ত্রী শিখা মিত্র ও পুত্র রোহনের কাছে। তাঁরা হাসপাতালে আসেন। ভেঙে পড়েছেন তাঁরা। সোমেনবাবুর অভিন্ন সঙ্গী বাদলদা বাক্যহারা। প্রদেশ সভাপতির দেহ হাসপাতাল থেকে তাঁর দেহ যাবে বিধানভবনে। সেখান থেকে বিধানসভা হয়ে তাঁর বাসভবন লোয়ার রডন স্ট্রিটে যাবে। সেখান থেকে শিয়ালদহ হয়ে তাঁর অফিস এবং আমহার্স্ট স্ট্রিটের পুরানো বাড়ি হয়ে শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা মহাশ্মশানে।

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version