Thursday, May 15, 2025

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি পদে নিয়োগের তোড়জোড় ত্রিপুরা সরকারের

Date:

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ত্রিপুরা সরকার। এই তালিকায় রয়েছে প্রায় ১০ হাজার প্রাক্তন শিক্ষকের নাম।

অভিযোগ, বাম আমলে ওই শিক্ষকদের বেআইনি পথে নিয়োগ হয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরই ওই শিক্ষকদের নিয়োগ নিয়ে মামলা করে। আদালতের নির্দেশে চাকরি হারান দশ হাজার শিক্ষক। সূত্রের খবর, চাকরিতে ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই নিয়ে আদালতে মধ্যে আবেদন করেছে ত্রিপুরা সরকার। যদিও আদালত এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আন্ডারগ্রাজুয়েট ওই শিক্ষকদের শিক্ষক পদে চাকরি দেওয়া হবে না। সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে ১০,৬১৮টি শূন্যপদ রয়েছে। সেখানে চাকরিপ্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন চাকরি হারানো শিক্ষকরা।

প্রসঙ্গত, ২০১০ ও ২০১৪ সালে ১০৩৫ জন পিজিটি, ৪৬৬৬ জন টিজিটি ও ৪৬১২ জন ইউজিটি শিক্ষক নিয়োগ করেছিল তৎকালীন রাজ্য সরকার। গোটা নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল মৌখিক পরীক্ষার মাধ্যমে। ২০০৩ সালের এমপ্লয়মেন্ট পলিসি-র নিয়ম মেনে তাঁদের নিয়োগ হয়েছিল। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয়, নিয়োগের ক্ষেত্রে যেন নতুন নিয়ম কার্যকর করা হয়। যদিও সেই সময় শিক্ষকের ঘাটতি থাকায় কাউকে চাকরি থেকে সরানো হয়নি। সংশ্লিষ্টদের ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চাকরিতে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এবার অন্য পদে নিয়োগ করতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

Related articles

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...
Exit mobile version