Tuesday, August 26, 2025

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি পদে নিয়োগের তোড়জোড় ত্রিপুরা সরকারের

Date:

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ত্রিপুরা সরকার। এই তালিকায় রয়েছে প্রায় ১০ হাজার প্রাক্তন শিক্ষকের নাম।

অভিযোগ, বাম আমলে ওই শিক্ষকদের বেআইনি পথে নিয়োগ হয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরই ওই শিক্ষকদের নিয়োগ নিয়ে মামলা করে। আদালতের নির্দেশে চাকরি হারান দশ হাজার শিক্ষক। সূত্রের খবর, চাকরিতে ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই নিয়ে আদালতে মধ্যে আবেদন করেছে ত্রিপুরা সরকার। যদিও আদালত এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আন্ডারগ্রাজুয়েট ওই শিক্ষকদের শিক্ষক পদে চাকরি দেওয়া হবে না। সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে ১০,৬১৮টি শূন্যপদ রয়েছে। সেখানে চাকরিপ্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন চাকরি হারানো শিক্ষকরা।

প্রসঙ্গত, ২০১০ ও ২০১৪ সালে ১০৩৫ জন পিজিটি, ৪৬৬৬ জন টিজিটি ও ৪৬১২ জন ইউজিটি শিক্ষক নিয়োগ করেছিল তৎকালীন রাজ্য সরকার। গোটা নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল মৌখিক পরীক্ষার মাধ্যমে। ২০০৩ সালের এমপ্লয়মেন্ট পলিসি-র নিয়ম মেনে তাঁদের নিয়োগ হয়েছিল। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয়, নিয়োগের ক্ষেত্রে যেন নতুন নিয়ম কার্যকর করা হয়। যদিও সেই সময় শিক্ষকের ঘাটতি থাকায় কাউকে চাকরি থেকে সরানো হয়নি। সংশ্লিষ্টদের ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চাকরিতে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এবার অন্য পদে নিয়োগ করতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version