একদিকে করোনা ভাইরাস অন্যদিকে বন্যা। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে অসম এবং বিহারে। একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। এবার বন্যা বিধ্বস্ত বিহার এবং অসমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুই রাজ্যের বন্যা কবলিত মানুষকে সাহায্য করবেন বলে জানিয়েছেন বিরুষ্কা। স্বেচ্ছাসেবী সংস্থা রাপিড রেসপন্স, অ্যাকশন এড ও গুঞ্জের মাধ্যমে দুই রাজ্যকে নিজেদের সাহায্য পৌঁছে দেবেন বলে জানিয়েছেন বিরুষ্কা। তাঁদের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ দেশের সব মহল।
ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক জলের নিচে চলে যাওয়ায় বহু পশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অসমের বন্যায় ১৪টি গণ্ডার সহ ১৩৭টি পশুর সলিল সমাধি ঘটেছে।
