Sunday, November 9, 2025

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

Date:

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। পরিস্থিতি দিকে কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। প্রয়োজনে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের তরফ থেকে শনিবার রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)। পাকিস্তানের ড্রোন হামলার পরেই কাশ্মীরের বিভিন্ন জায়গা-সহ গুজরাটের কচ্ছ উপকূল, রাজস্থানের বাড়মেঢ়, পঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু জায়গায় ব্ল্যাকআউট (Blackout) করে দেওয়া হয়েছে।

পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পরেই সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আইবি প্রধান। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই সাংবাদিক বৈঠক করে বিদেশসচিব বলেন, “সংঘর্ষবিরতি চুক্তির কয়েকঘণ্টার মধ্যেই তা ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। ভারতীয় সেনা (Indian Army) পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে।” পাশাপাশি পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেছেন মিশ্রি। যে চুক্তি লঙ্ঘন হয়েছে তার জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তানের উচিত পরিস্থিতি বুঝে চুক্তি রক্ষা করা।

শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তে জম্মু সীমান্তের আরএস পুরা সেক্টরে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহিদ হয়েছেন বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে বিএসএফ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version