ভাইরাস আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে ওয়ার্ডেই গান শোনালেন নার্স

ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় উপযুক্ত পরিকাঠামো নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, তখনই সরকারি হাসপাতালের একেবারে অন্য ছবি উঠে এল কোচবিহারে। সেখানে শুধু চিকিৎসা নয়, রোগীদের মনোবল বাড়াতে গান গাইলেন নার্স। কোভিড হাসপাতালে দৈনিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের। কারও কারও মনোবল ভাঙছে এরমধ্যেই।রোগীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন মাথাভাঙার হাসপাতালের কর্মরত নার্স সুভদ্রা সিংহ।

ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিয়ে কোচবিহারে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। সেখানেই রোগীদের তিনি গেয়ে শোনাচ্ছেন “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে”। কিন্তু তিনি নিজের কর্মক্ষেত্রে ফিরে গেলেও, তাঁকে কি ভুলতে পারবেন ভাইরাস মুক্ত রোগীরা?
সুভদ্রা সিংহের গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাঁর এই উদ্যোগকে প্রশংসা করেছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।
এই উদ্যোগ বন্ধ ঘরে দীর্ঘদিন একই পরিবেশে থাকা মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে জেলা বলে আশা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের।

একই সঙ্গে এদিন সকালে দেখা গেল আরও এক অভিনব দৃশ্য। সামাজিক দূরত্ব রক্ষা করে নাচ করছেন ভাইরাস আক্রান্তরা। এই ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Previous articleলকডাউনেই সাধ, শুভশ্রীর ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়
Next articleসাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেত্রীর কী বার্তা শোনালেন মহাসচিব