Wednesday, November 12, 2025

কোভিড বিমা , অতিমারির এককালীন টাকার দাবিতে শুটিং বন্ধ করল জি ও সান বাংলা

Date:

কোভিড বিমা ও অতিমারির এককালীন টাকার দাবিতে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ করে দিল জি বাংলা এবং সান বাংলা। শুক্রবার থেকেই বন্ধ হল শুটিং। এ দিন সকালে ফেডারেশনের পক্ষ থেকে চ্যানেল কর্তাদের এই খবর জানানো হয়।


সূত্রের খবর, শুটিং বন্ধের বিষয়টি ফেডারেশন আর চ্যানেলের পারস্পরিক টাকাপয়সার বিবাদ ঘিরে তৈরি হয়েছে। এই বিষয়ে চ্যানেলের কর্মকর্তারা জানিয়েছেন, অতিমারির সময় চ্যানেলের তরফ থেকে টেকনিশিয়ানদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা চ্যানেল নিজে থেকেই ঘোষণা করে। ওই সময়ে যদিও কোনও কাজ হয়নি, তবুও যে সমস্ত টেকনিশিয়ান দৈনিক কাজের হিসেবে টাকা পেতেন, তাঁদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় চ্যানেল তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু টেকনিশিয়ানদের অভিযোগ, সেই টাকা তাঁরা আজও পাননি। অপরদিকে, ফেডারেশনের সম্পাদক স্বরূপ বিশ্বাস বলেন, “মহামারির সময় যে টাকা দেওয়ার কথা ছিল তা আজও এসে পৌঁছয়নি। তাই টেকনিশিয়ানরা একটা নির্দিষ্ট দিনের দাবি করেছেন চ্যানেলের কাছে। সেই দিনটা জানতে পারলেই কাজ শুরু হবে।”

টেকনিশিয়ানদের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত একটি বড় প্রশ্ন তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষ। তাঁরা বলছেন, লকডাউনের সময় যে এককালীন টাকা দেওয়ার কথা তা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মাধ্যমে আসবে। এই কর্পোরেট প্রক্রিয়ায় টাকা আসতে একটু সময় লাগে। সেই সময়টুকু না দিয়ে দুম করে শুটিং বন্ধ করা যায়?

এদিকে কোভিড বিমা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে পাল্টা প্রশ্ন করেছেন ফেডারেশানের সম্পাদক স্বরূপ বিশ্বাস।
তিনি বলেন, “শুধু টাকা নয়, এখনও অনেক ধারাবাহিক বিমার বিষয়টাও সম্পূর্ণ করেনি।” এই বিষয়গুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে ঝামেলা । আর তার জেরে বন্ধ হল শুটিং।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version