লকডাউনেই সাধ, শুভশ্রীর ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়

লকডাউনের মধ্যেই ১১মে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে নিজেদের সন্তান আগমনের খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টলিউডের সেলেব দম্পতি রাজ-শুভশ্রী। এরপর বিভিন্ন সময়ে সন্তান আগমনের অনুভূতির কথা ফ্যান-ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাদা-কালোতে দিয়েছিলেন নিজের মাতৃত্বের উপস্থিতির ছবি।

এর মধ্যেই সাধভক্ষণের অনুষ্ঠান হল রাজ-ঘরণীর। একে মারণ ভাইরাস সংক্রমণের কাল, তার উপর আসন্ন সন্তানসম্ভবা স্ত্রী’ সেই কারণে শুধুমাত্র পরিবারের কয়েকজনকে নিয়ে এই অনুষ্ঠান করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক রাজ। তবে, হলুদ সিল্কের শাড়ি, গা ভর্তি গয়না আর সিঁথিতে চওড়া সিঁদুরে শুভশ্রীকে কেমন দেখাচ্ছিল সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
ইনস্টাগ্রামে শুভশ্রীর সাধের ছবি পোস্ট হতেই ভাইরাল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অঙ্কুশ, প্রিয়াঙ্কা সরকার থেকে শ্রাবন্তী- সবাই শুভকামনা জানিয়েছেন শুভশ্রীকে।