Wednesday, December 3, 2025

রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ইডি-র, ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রিয়ার বিরুদ্ধে। শুধু রিয়া নন, তাঁর আরও কিছু আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি।

এর আগে এই বিষয়ে ইডি বিহার পুলিশকে জানিয়েছিল, তাদের কাছে দায়ের করা এফআইআরে কী বলা হয়েছে তা জানাতে। বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং অভিযোগ করেছেন, রিয়া ও আরও ৫জন সুশান্তের মৃত্যুর জন্য দায়ী। এই অভিযোগে তিনি বলেন, সুশান্তের অ্যাকাউন্ট থেকে এমন একটি অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে, যে অ্যাকাউন্ট সুশান্তের নয়। এমনকি সুশান্তকে মিথ্যে কথা বলে বেশি মাত্রার ওষুধ খাওয়ানোরও অভিযোগ করেন তাঁর বাবা। এই ১৫ কোটি টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে, তার সঙ্গে রিয়া এবং সুশান্তের কী সম্পর্ক,এই পুর বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। তারপরেই এই মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, আর্থিক প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছিল ইডি। তাতে ইডির হাতে এমন অনেক প্রমাণ মিলেছে যাতে বোঝা যাচ্ছে, টাকার বেআইনি লেনদেন করা হয়েছে।

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...