কিশোর ভারতী স্টেডিয়ামে সেফ হোম গড়তে টেন্ডার ডাকল পূর্তদফতর

সেফ হোম হবে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম। সেফ হোম গড়তে টেন্ডার ডাকল পূর্তদফতর। মোট ১২ লক্ষ ৩৭ হাজার টাকার টেন্ডার ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। অস্থায়ী সেফ হোম তৈরি করার সময় সামাজিক দূরত্ব, মাস্ক-স্যানিটাইজারের ব্যবস্থা, কর্মরত প্রত্যেকের স্বাস্থ্যের খেয়াল রাখার কথা উল্লেখ করা হয়েছে এই টেন্ডার নোটিশে। কয়েকদিন আগেই মৃদু উপসর্গ এবং উপসর্গহীন রোগীদের জন্য যাদবপুরের কিশোর ভারতী এবং কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম গড়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী কাজ শুরু করেছে পূর্তদফতর।

Previous article“ওরা নিশিপদ্মের মধু খায়”, দুকলি হঠাৎ গাইলেন কুণাল
Next articleভাইরাস মুক্ত স্নেহাশিস, স্বস্তি বেহালার বাড়িতে