Monday, May 19, 2025

এতদিন চুপ করে ছিলেন। অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন রিয়া চক্রবর্তী। ক্যামেরার সামনে হাজির হয়ে রিয়া বলেন, ঈশ্বর এবং আইনের উপর তাঁর ভরসা রয়েছে। সত্যি নিশ্চয়ই সামনে আসবে। তিনি নিশ্চই বিচার পাবেন। সুশান্ত সিং রাজপুতের বাবার এফআইআরের পর এই প্রথম মুখ খুললেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী।

 

সুশান্তের  মৃত্যু ঘিরে একের পর এক চাপ বাড়ছিল রিয়ার ওপর। একদিকে বিহার পুলিশ, অন্যদিকে টাকা সরানোর মামলা । মন্ত্রীদের বক্তব্য। ত্রিশঙ্কু চাপের মুখে পড়েছিলেন রিয়া। চাপের মুখে পড়ে মুম্বাইয়ের নামী উকিলের সঙ্গে পরামর্শ করেন তিনি। রিয়ার বাড়িতে হাজির হন অভিনেত্রীর আইনজীবী,আনন্দিনি ফার্নান্দেজ। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে সেই আলোচনার জন্যই রিয়ার বাড়িতে পৌঁছান আইনজীবী। প্রায় ঘন্টা দুয়েক অভিনেত্রীর পরিবারের সঙ্গে শলা পরমর্শ করেন তিনি। উকিলের পরামর্শতেই তিনি বয়ান দেন।

উল্লেখ্য, সুশান্তর বাবা এফআইআরে রিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন । এরইমধ্যে রিয়া সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছেন। আর্জিতে তিনি বলেছেন, সুশান্তর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেনও।
রিয়া আরও জানিয়েছেন, গত ১৪ জুন সুশান্তর আত্মহত্যার আগে ৮ জুন পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে তিনি অস্থায়ীভাবে তাঁর সান্তাক্রুজে বাড়িতে চলে যান। তিনি সুশান্তর বাবার সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version