Monday, November 10, 2025

ডিজিটাল ভারতে শুধু এপ্রিলেই মোবাইল ছেড়েছেন ৮২ লক্ষ, বিস্ময়কর তথ্য TRAI-এর

Date:

একদিকে সংক্রমণ- আবহে ডিজিটাল-নির্ভর হচ্ছে দেশ, অন্যদিকে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা TRAI-এর সদ্য প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, শুধু গত এপ্রিল মাসেই গোটা দেশে ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

এই মুহুর্তে অফিস, স্কুল, এমনকী রাজনৈতিক কর্মকাণ্ডও ডিজিটাল বা ফোন-নির্ভর৷ কিন্তু TRAI-এর তথ্য বলছে, সম্পূর্ণ উল্টোপথে হেঁটে মহামারি বা লকডাউন যুগে মোবাইল নির্ভরতা কমাচ্ছে ভারত! এ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত, তার একটি রিপোর্ট সম্প্রতি পেশ করেছে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া৷ সেই রিপোর্টে গত এপ্রিল মাসের মোবাইল গ্রাহক সংখ্যার একটি হিসেব পেশ করা হয়েছে। দেখা যাচ্ছে, গোটা দেশে শুধু ওই মাসেই ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ট্রাইয়ের কর্তাদের বক্তব্য, এক মাসে এত সংখ্যক গ্রাহকের মোবাইল ফোন, বা বলা ভালো সিম ছেড়ে দেওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে।

সামাজিক দূরত্বের যুগে যখন মোবাইলই প্রধান মাধ্যম, সেখানে এই উলটপুরাণ কেন?TRAI-এর ধারনা, যেহেতু এপ্রিল মাসে টানা লকডাউন ছিল, সেই কারণে বহু মানুষের কাছে টাকা ছিল না। ফলে অনেকেই মোবাইল সংযোগ ছেড়েছেন।

সারা দেশে মোট টেলিকম গ্রাহকের সংখ্যা প্রায় ১১৭ কোটি। একই ব্যক্তির একাধিক টেলিফোন সংযোগকে হিসেবে রেখেই এই তথ্য দিয়েছে ট্রাই।

ওই রিপোর্ট জানাচ্ছে, কলকাতায় মোবাইল গ্রাহকের সংখ্যা বা থাকা চালু সিমের সংখ্যা ২ কোটি ৫৫ লক্ষ। রাজ্যের অন্যান্য জেলায় সেই সংখ্যা সাড়ে ৫ কোটি। সংযোগ বন্ধ করায় এরাজ্যে সবচেয়ে উপরে কলকাতা। সংখ্যাটা প্রায় ১ লক্ষ ৮১ হাজার। বাকি সব জেলা মিলিয়ে মোবাইল সংযোগ ছেড়েছেন মাত্র ৪ হাজার ৭৭০ গ্রাহক। অথচ কলকাতার তুলনায় জেলাগুলিতে মোবাইল গ্রাহকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তাহলে জেলায় মোবাইল সংযোগ ছাড়ার হিড়িক এতটা কম কেন? TRAI বলছে, এর অন্যতম কারণ পরিযায়ী শ্রমিক। ওই মাসে রাজ্যে বহু শ্রমিক ফিরেছেন। তাঁরা মূলত জেলাতেই চলে গিয়েছেন। তাঁদের অনেকেই নতুন করে সিম কার্ড কিনেছেন। জেলায় থেকে যাওয়া অনেক গ্রাহকই হয়তো তাঁদের মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছিলেন। এপ্রিলে পরিযায়ী শ্রমিকদের কেনা নতুন সিম কার্ড সেই খামতি অনেকটা পুষিয়ে দিয়েছে, এমনই মনে করছেন টেলিকম সেক্টরের কর্তারা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version