Friday, August 22, 2025

ফের রেফার-চক্রে মৃত্যু: অক্সিজেনের জন্য ঘুরতে হল আটটি হাসপাতাল!

Date:

ফের রেফার চক্রে পড়ে মৃত্যুর অভিযোগ রোগিনীর। ভাইরাস আক্রান্ত নন। রিপোর্ট এসেছিল নেগেটিভ। তবু শ্বাসকষ্টের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে কলকাতার মোট আটটি হাসপাতালে ৯ ঘণ্টা ঘুরেও মিলল না অক্সিজেন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন বাঘাযতীনের বাসিন্দা পিয়ালি সরকার। পরিবারের অভিযোগ, পিয়ালির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেও প্রবল শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকলেও তা মেলেনি। সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও ফোনে আরও বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি বেড। রাত আটটা থেকে ঘুরে ভোর পাঁচটায় যখন বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের পিয়ালিকে, তখনও তিনি শ্বাসকষ্টে ছটফট করছেন। অভিযোগ, হাসপাতালে অক্সিজেন দেওয়া শুরু হলেও মিনিট কুড়ি পরেই কর্তৃপক্ষ জানায়, রোগী ভর্তি হবে না। বাঘাযতীন হাসপাতাল থেকে গেট পর্যন্ত হেঁটে অ্যাম্বুলেন্সে উঠতে গিয়েই মৃত্যু হয় পিয়ালি সরকারের। তাঁর ৬ বছরের একটি ছেলে রয়েছে।

বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন ওই মহিলা। ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। পরিবার জানান, বাঘাযতীন হাসপাতালেরই এক চিকিৎসক তাঁকে কোথাও ভর্তি করে অক্সিজেন দেওয়ার কথা বলেন। শুক্রবার রাত আটটায় তাঁকে নিয়ে তাঁর স্বামী-সহ পরিবারের সদস্যরা গাড়ি করে হাসপাতালে রওনা দেন। কিন্তু রেফার চক্রে পড়ে প্রাণ হারান তিনি।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version