অক্সিজেনের সব সিলিন্ডার ফাঁকা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা বেহালার সরকারি হাসপাতালে

ফের শিরোনামে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল। এবার সেখানে চিকিৎসক নিগ্রহের জোরালো অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আজ, শনিবার এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিদ্যাসাগর হাসপাতাল চত্বরে। চিকিৎসার গাফিলতির ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিবরামপুরের
সত্তর বছর বয়সী গীতারানি মিত্র। গীতারানির পরিবারের দাবি, সকাল পর্যন্ত বৃদ্ধা ঠিকই ছিলেন। কিন্তু হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। করোনা আতঙ্কে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধাকে। অভিযোগ, ভর্তি করার পর হাসপাতালে লোক দেখানো অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় তাঁর জন্য। কিন্তু সবকটাই ফাঁকা ছিল।

পরিবারের গুরুতর অভিযোগ, অক্সিজেনের সিলিন্ডার বদলানোর জন্য কোনও আয়া-সিস্টার আসেননি। অতঃপর
বৃদ্ধার মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর পরিজনেরা হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদেরও শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ডাঃ নীলাদ্রি সাহা। পরে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেহালা পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। প্রকৃত সত্য যাচাইয়ে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleরাজ্যে ফের “রেকর্ড ব্রেকিং” পারফরম্যান্স করোনার, তবে সুস্থতা ছাড়ালো ৫০ হাজার
Next articleফের বেসরকারিকরণের পথে দেশের এই তিনটি ব্যাঙ্ক