বাড়িতে রাখা সোনার হিসেব দিতে হবে কেন্দ্রকে!

বাড়িতে বা ব্যাঙ্কে সোনা রাখলে সেই হিসেব এবার দিতে হবে কেন্দ্রকে। বাড়িতে রাখা অবৈধ সোনার জন্য অ্যামনেস্টি প্রোগ্রাম নিয়ে পর্যালোচনা শুরু করেছে অর্থমন্ত্রক। একটি বিজনেস ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অবৈধ ভাবে রাখা সোনার জন্য আয়কর বিভাগের কাছে হিসেব দিতে হবে। একইসঙ্গে জরিমানা দিতে হবে। আয়কর বিভাগ সূত্র খবর, এই পদ্ধতিতে কর চুরির উপর লাগাম টানতে চাইছে সরকার।

Previous articleডিপ্রেশন নিয়ে কৈলাশ খেরের ইন্টারভিউ, আত্মঘাতী টিভি অ্যাঙ্কর!
Next articleবিশাখাপত্তনমে ক্রেন ভেঙে মৃত কমপক্ষে ১১, আহত বহু