Thursday, November 13, 2025

ইস্টবেঙ্গলকে ছাড়া আইএসএল ফুটবলের রোমাঞ্চ হারাবে, শতবর্ষ উদযাপনের মঞ্চে মন্তব্য ক্রীড়ামন্ত্রীর

Date:

পাশের ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান নাম লিখিয়ে ফেলেছে আইএসএলে। কিন্তু শতবর্ষ পূর্তির বছরে কি ইস্টবেঙ্গলের আইএসএল ভাগ্য খুলবে? দেশ-বিদেশের লাখো সমর্থক আশা-নিরাশার দোলাচলে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আইএসএল ভাগ্য ঘোর অনিশ্চিত লাল-হলুদের জন্য। যদিও ক্লাবকর্তারা এখনও ক্ষীণ আশার আলো দেখে চলেছেন।

শতবর্ষ উদযাপন লগ্নে সেই আশা আরও বাড়িয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গল দিবসে ক্লাব তাঁবুতে এসে ক্রীড়ামন্ত্রী সদর্পে বলেই দিলেন, “ইস্টবেঙ্গল ছাড়া আইএসএল গুরুত্ব হারাবে। হারাবে ফুটবলের রোমাঞ্চ, উত্তেজনা। ইস্টবেঙ্গলকে বাদ রেখে ভারতবর্ষের কোনও টুর্নামেন্ট বৈচিত্রহীন, জৌলুসহীন। আমি জানি না, আইএসএল কর্তৃপক্ষ ঠিক করতে পারবেন, যে ইস্টবেঙ্গলকে ছাড়া টুর্নামেন্ট করবে, নাকি ইস্টবেঙ্গলকে নিয়ে করবে।”

লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার (নিতু) বলেন, “আমরা এখনও লাইনে আছি। আমরা আশাবাদী, আইএসএল খেলার লক্ষ্যে পৌঁছাতে পারব। সমাজের বিশিষ্ট মানুষরাও আমাদের পাশে আছেন এই প্রয়াসে।”

ইস্টবেঙ্গলের সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত মানুষরা কখনও লড়াই ছেড়ে চলে যায় না। সবসময়ই চেষ্টা চালিয়ে যায়। আমরাও স্পনসর জোগাড় করার চেষ্টায় রয়েছি। যাতে আইএসএলে অংশ নিতে পারি। তাই সমর্থকদের বলবো আশা হারাবেন না। ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত লড়াই করে। এক্ষেত্রেও করবে”।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version