Sunday, November 16, 2025

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ যাক ‘সোশালিস্ট’ ও ‘সেক্যুলার’ শব্দ, মামলা সুপ্রিম কোর্টে

Date:

সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক বা Socialist ও ধর্মনিরপেক্ষ বা Secular শব্দ দুটি বাদ দেওয়ার দাবিতে এবার মামলা হল সুপ্রিম কোর্টে৷ রাজনৈতিক মহলের অনুমান, এই মামলার পিছনে রয়েছে RSS-এর সক্রিয় সহযোগিতা ও পরামর্শ ৷

আবেদনে বলা হয়েছে, এই শব্দ দুটি ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী এবং বামপন্থী ভাবধারার৷ মামলাটি করেছেন বলরাম সিংহ ও করুণেশ শুক্লা নামে দুই আইনজীবী।২০১৬ সালে এই আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু আদালত সেই মামলা গ্রহণই করেনি।

১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনী হিসেবে ২(এ) ধারায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়। এই শব্দ দুটি নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি RSS-এর৷ এবার তো সরাসরি মামলা-ই হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অন্তর্ভুক্তি সংবিধানেরই পরিপন্থী। এই শব্দ দুটি আসলে সংবিধানেরই বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। হলফনামায় বলা হয়েছে, সংবিধানে এই শব্দ দুটি মার্কসের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যোগ করা হয়েছে। যা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।
আবেদনে আরও বলা হয়েছে, ভারতে কোনও রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করাতে সংবিধানের প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাধ্যতামূলকভাবে দলের সংবিধানে থাকতে হয়। আবেদনকারীরা সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে এই নিয়মেরও বদল করার নির্দেশ দেওয়া হয়

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version