Monday, May 19, 2025

একেবারে ভোল বদলে যাচ্ছে কলকাতা স্টেশনের। চালু হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। সুসজ্জিত এবং আরামের সমস্ত ব্যবস্থাসম্পন্ন এই লাউঞ্চ যাত্রীদের দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করবে। অতিমারির পরিস্থিতি এবং লকডাউনের মধ্যেও কাজ চলেছে লাউঞ্জের।
একাধিক টার্মিনাল স্টেশনে তৈরি করা হচ্ছে আধুনিক ব্যবস্থা।

জেনে নিন কী কী থাকছে এই অত্যাধুনিক লাউঞ্জে…

১) রিক্লাইনার, ম্যাসেজ চেয়ার।

২) শ্যালন, ফিস স্পা।

৩) মোট ৯টি বেড। ৭ টি রিক্লাইনার চেয়ার। যেখানে আপনার সুবিধা মতো আপনি বসতে বা শুতে পারবেন।

৪) মহিলা ও পুরুষদের জন্যে স্নানের ব্যবস্থা।

৫) বেবি ফিডিং রুম।

৬) ফিস স্পা। যেখানে একসঙ্গে চার জন বসতে পারবেন।

à§­) থাকছে শ্যালন। দু’জন সেই শ্যালন ব্যবহার করতে পারবেন।

৮)  মাসাজ চেয়ার।

৯)রেলের কামরার মতো দেখতে ফুড স্টল।

১০)বাচ্ছাদের জন্য গেম পার্লার ।

১১) বড়দের জন্য লাইব্রেরি।

পূর্ব রেলের পরিকল্পনা হল শিয়ালদহ স্টেশনের ওপর থেকে চাপ কমিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল  পুরোপুরি ভাবে কলকাতা স্টেশন থেকে করা। আর বর্তমানে কলকাতা স্টেশন হল আন্তর্জাতিক স্টেশন। কারণ এখান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বন্ধন, মৈত্রী এক্সপ্রেস ছাড়ে। এছাড়া উত্তরবঙ্গ ও উত্তর ভারত যাওয়ার একাধিক ট্রেন এখানে থেকে যাতায়াত করে। তাই যাত্রীদের বিশেষ পরিষেবা দিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক লাউঞ্জ।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version