নতুন মরশুমের আগে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে এটিকে-মোহনবাগান। প্রথমে বিদেশি তারকা রয় কৃষ্ণাকে নিজেদের ডেরায় রেখে দেওয়া নিশ্চিত করে আইএসএল চ্যাম্পিয়নরা। পরে প্রবীর দাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সেরেছে তারা। এবার জাতীয় দলের তারকা ফরোয়ার্ড জবি জাস্টিনের সঙ্গে চুক্তি নবীকরণ করল এটিকে-মোহনবাগান।

“I’m so excited to be a part of this new era”.
Fresh off a two year extension, @Joby_JR22 speaks about the new challenge that lies ahead. 💪⚽️#ATKMohunBagan #IndianSuperLeague#IndianFootball pic.twitter.com/VoMrrwLP5T
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 2, 2020
তার সঙ্গে ২ বছরের চুক্তি করল।
গত মরসুমে এটিকেতে খেলেছিলেন জবি। গত মরসুমে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকেতে যোগ দেওয়ার আগে লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলে খেলেছেন। এটিকে মোহনবাগান চুক্তি করার পর জাস্টিন বলেছেন, আমি এই নতুন সূচনার অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত। কলকতার দুটি চ্যাম্পিয়ন দল এক হয়েছে। আমি আর অপেক্ষা করতে পারছি না।”
প্রসঙ্গত, এটিকের জার্সিতে গত মরশুমে ৫টি আইএসএল ম্যাচ খেলেন জবি। গোল করেন ১টি। এবার তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করে এটিকে-মোহনবাগান বুঝিয়ে দিল, ভবিষ্যতে জবির মধ্যে দলকে নির্ভরতা দেওয়ার রসদ খুঁজে পেয়েছেন কোচ হাবাস।