আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আজ থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। রবিবার থেকেই মঠ বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এই সময়ে কোনও দর্শনার্থী মঠে প্রবেশ করতে পারবেন না।

গত ২৫ মার্চ থেকে টানা ৮২ দিন লকডাউনে বন্ধ থাকার পর গত ১৫ জুনে খুলেছিল বেলুড় মঠ। সমস্ত নিয়মবিধি মেনে মঠের ভেতরে প্রবেশ করতে পারছিলেন ভক্ত ও দর্শনার্থীরা। তবে ১৮ দিন পরে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে প্রধান গেট। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, একাধিক কারণে ২ অগস্ট থেকে পুনরায় না জানানো অবধি মঠ বন্ধ রাখা হবে। মঠের সন্ন্যাসী, কর্মী সহ দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Previous articleকরোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কনস্টেবলের
Next articleসোমেন মিত্রর নানা অকথিত কাহিনি নিয়ে প্রকাশিত ই-বই “সোমেনদা”