ক্লাবের শতবর্ষ পূর্তি উদযাপনে শুভেচ্ছা বন্যায় ভাসল ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। করোনা আবহে ক্লাবের শতবর্ষ উদযাপনে জৌলুস না থাকলেও আবেগ-আন্তরিকতায় খামতি ছিল না। পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে দিনভর শুভেচ্ছা বন্যায় ভেসেছে লাল-হলুদ ক্লাব।

তবে ইস্টবেঙ্গলের জন্য ভেরি ভেরি স্পেশাল ছিল রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা। ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানিয়ে টুইটে মমতা লেখেন, “১০০ বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল”। ক্লাব নিয়ে মুখ্যমন্ত্রীর এমন উপমা পেয়ে আপ্লুত কর্মকর্তারা।
