Thursday, November 13, 2025

লোকাল হেলমেট নিয়ে কড়া ট্রাফিক পুলিশ, ১০০০ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

Date:

মাত্র ১০০ টাকায় দেদার বিকোচ্ছে লোকাল হেলমেট। একটু ভাল কোয়ালিটি হলে দাম বড়জোর ১৫০ টাকা। জলের দর বললেও কম বলা হবে হয়তো। এবার প্রশ্ন হচ্ছে, মাত্র ১০০ টাকার হেলমেট কি আপনার মাথা বাঁচাতে পারবে! নাকি শুধুই জরিমানা থেকে বাঁচতে ঝুঁকির দিকে ঝোঁক! গোটা দেশজুড়ে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। যার জেরে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্কটাও হচ্ছে মোটাসোটা।
এমনকি, কোম্পানির হেলমেট তৈরি করা ও বিক্রি করার জন্য নতুন আইন জারি করেছে কেন্দ্র সরকার। লোকাল হেলমেট পরে বাইরে বেরোলেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা । পাশাপাশি লোকাল হেলমেট প্রস্তুতকারকদের ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি হবে জেল। পরিসংখ্যান বলছে, প্রত্যেকদিন কমপক্ষে ৫০ জন করে লোকাল হেলমেট ও বিনা হেলমেট বাইক আরোহীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রত্যেক জেলায়। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই কারণেই কড়া আইন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই সিদ্ধান্তে বিএসআই আইন সামিল করা হয়েছে। আগামী মাস থেকেই এই আইন গোটা দেশে লাগু হতে চলেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে সব কোম্পানি হেলমেট তৈরি করবে তাদের বিএসআই-এর থেকে অনুমতি নিয়ে হবে ও হেলমেটের কোয়ালিটি কেমন তা পরীক্ষা করাতে হবে। দেশের প্রত্যেকটি রাজ্যে পরিবহণ দফতরের আধিকারিকদের দেখতে হবে হেলমেটের গুণমান কেমন হচ্ছে ও লোকাল হেলমেট উৎপাদন বন্ধ হচ্ছে না কিনা। কোনও জায়গায় লোকাল হেলমেট তৈরি হলে সেই কোম্পানি কালো তালিকাভুক্ত করে বন্ধ করে দেওয়া হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে নতুন হেলমেট দেড় কিলোর বদলে ১ কিলো ২০০ গ্রাম করতে হবে ।
টু হুইলার হেলমেট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজীব কাপুর জানিয়েছেন, হেলমেট বিআইএস সূচিতে সামিল হলে বহু বাইক আরোহীর প্রাণ বাঁচবে পথ দুর্ঘটনা থেকে।
লোকাল হেলমেট বা বিআইএস লোগো ছাড়া হেলমেট উৎপাদন, স্টকে রাখা ও বিক্রি করা অপরাধ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড সাজা কার্যকরী হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version