Tuesday, December 16, 2025

বিধ্বংসী আমফানের পরে রাজ্যকে কেন্দ্রের সাহায্য সামান্য: সোজা বাংলায় জানালেন ডেরেক

Date:

শুধু অতিমারি নয়, বাংলা ক্ষতিগ্রস্ত বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে। এই বিধ্বংসী ঝড়ে মোট আট লক্ষ দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে কেন্দ্র দিয়েছে মাত্র এক হাজার কোটি টাকা। ‘সোজা বাংলায় বলছি’ চতুর্থ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। রবিবার, তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র চতুর্থ পর্ব প্রচারিত হয়।

২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রবিবার, ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটা তথ্য সহকারে জানানো হয়েছে।বুধবার, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য। শুক্রবার, এক মিনিটের ভিডিও-তে ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। রবিবার, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে বলে অভিযোগ জানালেন ডেরেক ও ব্রায়েন।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...
Exit mobile version