ফের বদমায়সি শুরু! এবার ভারতীয় সেনায় গোর্খাদের যোগদানের চুক্তি বাতিল চাইল নেপাল!

ফের শুরু হল নেপালের বদমায়সি। দিল্লির ওপর চাপ বাড়াতে ভারতীয় সেনায় গোর্খাদের যোগদান বন্ধ করতে চাইছে নেপাল। তাদের বক্তব্য বিদেশি সেনায় কেন নেপালের নাগরিকরা সেবা দেবেন! এর আগে ২০১৮ সালেও একই দাবি করেছিল নেপাল।

প্রসঙ্গত, বর্তমানে সাতটি গোর্খা রেজিমেন্ট, অসম রাইফেলসসহ ভারতীয় সেনাবাহিনীর ৪০টি ব্যাটালিয়নে মোট ৪০ হাজার নেপালি নাগরিক কর্মরত।

স্বাধীনতার পর ভারত, নেপাল ও ব্রিটেনের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চারটি গোর্খা রেজিমেন্টকে ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা হয়েছিল। ব্রিটিশ আর্মিতেও এখনও তিন হাজার ৬০০ জন নেপালি সৈনিক রয়েছেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালির বক্তব্য, ভারত, নেপাল ও ব্রিটেনের সেই চুক্তির আর দরকার নেই। এবার ওই চুক্তি বাতিল হওয়া প্রয়োজন। বিদেশি বাহিনীতে নেপালের নাগরিকদের যোগদানের দরকার নেই।

Previous articleবাইপোলার ডিসঅর্ডার এবং হাইপোম্যানিয়া ছিল সুশান্তের, মুখ খুললেন অভিনেতার চিকিৎসক
Next articleনেপালের নতুন ম্যাপকে মান্যতা দিতে রাজি নয় রাষ্ট্রসংঘ!