সারা বিশ্ব কাবু মহামারির আবহে । কোভিড ১৯-র কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিয়েছে আইপিএলের গভর্নিং বডি। গর্ভনিং কাউন্সিলের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৫৩ দিনের এই টুর্নামেন্টে এবার নেওয়া যাবে কোভিড পরিবর্ত ক্রিকেটার। অর্থাৎ, টুর্নামেন্ট চলাকালীন স্কোয়াডের কোনও ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হলে তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। প্রাথমিকভাবে ৮ নভেম্বর এবং ১০ নভেম্বরের মধ্যে ফাইনালের দিন নিয়ে সংশয় ছিল। গভর্নিং কাউন্সিলের বৈঠকে ১০ নভেম্বর দিনটিকেই ফাইনালের দিন হিসেবে ধার্য করা হয়েছে ।
