Sunday, August 24, 2025

“হ্যালো, ডাক্তারবাবু”, মহামারি আবহে চিকিৎসকদের সম্মান জানাচ্ছে এই শর্ট ফিল্ম

Date:

চিকিৎসক নিগ্রহ এ দেশ বা রাজ্যে নতুন কিছু নয়। মহামারি আবহের মধ্যেও এমন ঘটনার খবর উঠে আসছে। কিন্তু করোনা আবহে একজন চিকিৎসকের গুরুত্ব ভূমিকা নিয়ে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা এ দেশের চিকিৎসকরা।

এবার সেই করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা নিয়ে পরিচালক অজিতাভ বরাট একটি ১২ মিনিটের স্বল্প দৈর্ঘের ছবি তৈরি করেছেন। ছবির নাম ”হ্যালো ডাক্তারবাবু”।

চিত্রনাট্য এইরকম, ডাক্তার প্রবীর সান্যাল একদিন সকালে হাসপাতালে যাওয়ার রাস্তায় তাঁর কাছে একটি ফোন আসে। যার জন্য তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। আবার সেই ফোন রাখতে না রাখতেই দ্বিতীয় ফোন। এবার হাসপাতাল থেকে। এক রোগীর মরণাপন্ন অবস্থা।

দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে ঢুকে সামান্য দেরিতে অপারেশন শুরু করলেন ডাক্তারবাবু। দেরির জন্য রোগীর সঙ্গে আসা আত্মীয়রা তাঁকে অকথ্য ভাষায় অনেক কিছু বললেন। হাসপাতাল চত্বরে তৈরি হল উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

এদিকে, অবিচল ডাক্তারের হাত কাঁপল না। অপারেশন শেষ হল নির্বিঘ্নে। নতুন জীবন পেলেন রোগী। অপারেশন শুরুর আগে তাঁর কাছে প্রথম ফোনটি এসেছিল থানা থেকে। প্রবীর সান্যালের ডাক্তারি পাঠরত একমাত্র ছেলে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই খবর জেনেও নিজের কর্তব্যে অটল ছিলেন ডাক্তার সান্যাল।

এই শর্ট ফিল্ম  ইতিমধ্যেই দেশ-বিদেশের 6 টি আন্তর্জাতিক চলচিত্র ফেস্টিভালে নির্বাচিত হয়েছে । মনোনীত হয়েছে বেশ কয়েকটি বিভাগেও।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version