তাস খেলায় গন্ডগোল: মাছ ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে খুন করল যুবক, গ্রেফতার

প্রতীকী ছবি

তাস খেলাকে কেন্দ্র করে বাধে গন্ডগোল। আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে এক মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। বাগুইআটির ঘটনা। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , মৃতের নাম স্বপন রাজবংশী। খুনের ঘটনায় মূল অভিযুক্তের নাম ছোটকা। আজ সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন স্বপন রাজবংশী। পেশায় মাছ বিক্রেতা ৫২ বছরের স্বপন রাজবংশী বাড়ির কাছেই পল্লী উন্নয়ন ক্লাবের সামনে রবিবার সন্ধ্যায় তাস খেলছিলেন। তখনই বাধে গন্ডগোল। বচসা হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, বচসার সময়ই ছোটকা নামে ওই যুবক স্বপন রাজবংশীকে মারধর করে। তারপর তাঁর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। স্বপন রাজবংশীকে দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের সামনেও শুরু হয় বিক্ষোভ । দমদম থানার পুলিশ এসে তা সামাল দেয়। মৃতের পরিবারের অভিযোগ, স্বপন রাজবংশীর সঙ্গে কারোও কোনও শত্রুতা ছিল না। হয়ত টাকার জন্যই তাঁকে খুন করেছে অভিযুক্ত।  খুনের ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Previous article“বাঙালি বলে রিয়াকে আক্রমণ”, তীব্র প্রতিবাদ নুসরতের
Next articleকরোনা সংক্রমণ থেকে বাঁচতে ভূমিপুজোয় থাকতে চান না উমা ভারতী