Friday, December 12, 2025

একুশের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, উত্তর থেকে দক্ষিণে ব্যাপক ভাঙন বিজেপিতে

Date:

লক্ষ্য ২০২১। লক্ষ্য ফের রাজ্য দখল। লক্ষ্য নবান্নের আসন। একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই শক্তি বাড়িয়ে চলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা বাংলা জুড়ে বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূলে ফেরা বা যোগ দেওয়ার হিড়িক লেগেছে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণ, গত কয়েক সপ্তাহে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন ধরেছে। বিশেষ করে একুশে জুলাই তৃণমূল নেত্রী ভার্চুয়াল সমাবেশ থেকে যখন অন্য দলের নেতা-কর্মীদের তৃণমূলে যোগদান করার আহ্বান জানিয়েছেন, তার পর থেকেই বিজেপির ভাঙন অব্যাহত।

তারই অঙ্গ হিসেবে এবার বহরমপুরে শক্তি বাড়াল ঘাসফুল শিবির। তবে অধীর চৌধুরীর গড়ে কংগ্রেস ভেঙে নন, মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি শিবিরে ভাঙন ধরেছে। মুর্ধিদবাদের তৃণমূল নেতা সৌমিক হোসেনের হাত ধরে সম্প্রতি হেভিওয়েট নেতা-সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক পদ্ম ছেড়ে ঘাসফুলের ঝাণ্ডা ধরেছেন।

মুর্শিদাবাদ তৃণমূলের নেতা সৌমিত হোসেনের হাত ধরে বিজেপির টাউন সভাপতি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সঙ্গে চার হাজার কর্মী ও সমর্থকদেরও তিনি নিয়ে আসেন। ২০২১-এর আগে এই দলবদল জেলার রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই মুহূর্তে রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে যেমন জেলায় দুর্বল করা গেল, ঠিক একইভাবে কংগ্রেসের অধীর চৌধুরীর এটা রাজনৈতিক হুমকিও বটে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের মতো উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও বিধানসভা ভোটের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। এবার আলিপুরদুয়ারেও গেরুয়া শিবিরে ভাঙন ধরাল ঘাসফুল। কালচিনি বিধানসভার বেশ কয়েকজন বিজেপি নেতা-সহ কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। বিজেপি নেতা সন্দীপ এক্কা-সহ ৬ গ্রাম পঞ্চায়েত প্রধান ও ৮ জন বিজেপি-র পদাধিকারী আলিপুরদুয়ারে জেলা নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে কালচিনি-সহ গোটা আলিপুরদুয়ারে আরও বেশ কিছু বিজেপি নেতা-কর্মী তাঁদের দলে যোগ দেবেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় তৃণমূল ভবনে এসে দক্ষিণ দিনাজপুরেও জনপ্রিয় নেতা বিপ্লব মিত্র ও তাঁর ভাই প্রশান্ত মিত্র বিজেপি ছেড়ে ফের পুরনো দলে ফেরেন।

Related articles

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক...

১০ লক্ষ টাকায় মিলবে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, একমঞ্চে সুনীল-বাইচুংও

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিও মেসি( Lionel Messi)। শুক্রবার মধ্যরাতে কলকাতা...
Exit mobile version