উদ্বেগ বাড়িয়ে এবার রাজ্যে একদিনে সর্বাধিক করোনায় মৃত্যুর রেকর্ড

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার আরও উদ্বেগ বাড়িয়ে করোনায় এবার রাজ্যে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হলো।

এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৭১৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮,২৩২ জন। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৫৩ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৩১। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২১,৬৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৮৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৫৪,৮১৮।

Previous articleচ্যাংড়াবান্ধা সীমান্তে রাখি বন্ধন উৎসব
Next articleএকুশের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, উত্তর থেকে দক্ষিণে ব্যাপক ভাঙন বিজেপিতে