চ্যাংড়াবান্ধা সীমান্তে রাখি বন্ধন উৎসব

চ্যাংড়াবান্ধা সীমান্তে রাখি বন্ধন উৎসব। বিএসএফের ১৪৮ ব্যাটেলিয়নের চ্যাংড়াবান্ধা বিওপি-এর কমান্ড্যান্ট রাজ কুমার-সহ চ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরালেন সীমান্তের ছাত্রীরা। রাখিপূর্ণিমায় বোনেরা তার দাদা ও ভাইদের রাখি পড়ায়। কিন্তু বিএসএফ জওয়ানরা বাড়ি থেকে অনেক দূরে তাঁরা সীমান্তে অতন্দ্র প্রহরা দিচ্ছেন। আর এই জন্যই সীমান্তের ছাত্রীরা রাখি পরালেন বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানরাও খুব খুশি এই উৎসবের। তাঁরা জানান, “বাড়ি থেকে অনেক দূরে থাকলেও, খুব ভালো লাগছে সীমান্তের বোনেরা আমাদের রাখি পরালেন”।

Previous articleআমফান বিধ্বস্ত বাংলায় গাছকে ভালোবেসে গাছের সঙ্গে রাখি বন্ধন
Next articleউদ্বেগ বাড়িয়ে এবার রাজ্যে একদিনে সর্বাধিক করোনায় মৃত্যুর রেকর্ড