আমফান বিধ্বস্ত বাংলায় গাছকে ভালোবেসে গাছের সঙ্গে রাখি বন্ধন

প্রতি বছরই একটি বা একাধিক গাছকে রাখি বন্ধনে আবদ্ধ করে গাছের বন্ধু হয় ওরা! স্বেচ্ছাসেবী সংগঠন “সংবেদন” এবছর উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে আয়োজন করেছিল গাছেদের রাখি বন্ধন উৎসবের! আমগাছ, জামগাছকে রাখি পড়িয়ে এক অভিনব সম্পর্কের বন্ধন সৃষ্টি করলো।

এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিনব ভাবনা সময়োপযোগী! পৃথিবীর সুস্থতায় গাছের বন্ধু হওয়ার পরিবেশরক্ষার এই বার্তায় অংশ নিতে পেরে ভাল লাগছে!

এই সময়ে বিশেষ করে এই করনা সংক্রামক আবহে ও আমফান পরবর্তী বাংলায় সমস্ত নিয়মকানুন মেনে তাদের এই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। তারা আরও বলেন, কিছুদিন আগে আমাদের গোটা রাজ্য-সহ কলকাতায় আমফান তাণ্ডবে প্রচুর গাছ নষ্ট হয়েছে। তাই আবার গাছকে ভালোবেসে গাছকে রাখি পড়িয়ে এই ছোট্ট উদ্যোগ সংবেদনের পক্ষে থেকে চারা গাছের সঙ্গে মানববন্ধন করে গাছকে রাখি পড়িয়ে তাদের এই অভিনব প্রয়াস।

Previous articleওবামা, বিল গেটসের টুইটার হ্যাকিংয়ের মাস্টারমাইন্ড ১৭ বছরের কিশোর!
Next articleচ্যাংড়াবান্ধা সীমান্তে রাখি বন্ধন উৎসব