Wednesday, December 17, 2025

রামমন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিজেপির প্রবীণ নেত্রী উমা ভারতী জানালেন, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ওঁকে সংক্রমণ থেকে রক্ষা করতে হবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উমা।

সোমবার টুইট করে বিজেপি নেত্রী জানান, অযোধ্যায় ঐতিহাসিক রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে আগাম সতর্কতা হিসাবেই তিনি বুধবার অযোধ্যায় আয়োজিত মূল অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন। তবে ভিড়ভাট্টা কমলে এবং প্রধানমন্ত্রী মোদি সহ বিশিষ্টরা চলে যাওয়ার পর তিনি মন্দির এলাকা পরিদর্শন করবেন। সোমবার সকালের টুইটে উমা ভারতী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবরে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে চলা বিশিষ্টদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। উমা লেখেন, আমি যখন অমিত শাহ এবং অন্যান্য বেশ কয়েকজন বিজেপি নেতার করোনা পজিটিভ ধরা পড়ার খবর শুনি তখনই ঠিক করি অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে থাকব না। অনুষ্ঠান চলাকালীন সরযূ নদীর অন্য দিকে থাকব। পরে ফাঁকা হলে মন্দিরে ঘুরে অাসব।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version