মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল। সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের মানুষের সেবা করার কাজে উজ্জ্বল ভবিষ্যৎ হোক। যারা উত্তীর্ণ হতে পারেননি, তাঁরাও চেষ্টা করে যান। লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসবেই।”

Congratulations to all successful candidates of the UPSC Civil Services Exam 2019. May you have a bright future in serving the people of our great nation. Those who didn’t qualify, try harder. With determination, you shall succeed.
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2020