Thursday, August 21, 2025

🔴 বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ||

🔴 ৫ আগস্ট, বুধবার এই মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔴 রামমন্দির ট্রাস্ট ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ হবে৷

🔴 ভূমিপুজো শেষ হওয়ামাত্রই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে।

🔴 ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে রামমন্দির ট্রাস্ট।

🔴 মন্দিরের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে।

🔴 সাড়ে ৩ বছরে মন্দিরের কাজ শেষ করা হবে৷

🔴 পরিকল্পনা এইরকম:

◾ভূমিপুজো- ৫ আগস্ট, ২০২০

◾নির্মাণ কাজ শুরু- ৬ আগস্ট, ২০২০

◾কাজ শেষ হবে – ৩১ জানুয়ারি, ২০২৪

🔴 মন্দির নির্মাণের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করতে দরকার একদল
বিশেষ ধরনের দক্ষ কারিগর, যাদের এ ধরনের মন্দির নির্মাণের অভিজ্ঞতা আছে৷

🔴 এ জন্য গুজরাত ও রাজস্থান থেকে ২৫০ কারিগর নিয়ে আসা হয়েছে৷ তাঁদের হাতেই তৈরি হবে মন্দির ৷

🔴 আকাশ ছুঁয়ে ফেলবে এই মন্দির। রাজস্থান থেকে আনা হয়েছে ১ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর৷

🔴 তার গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব কারুকাজে রামায়নের গল্প।

🔴 মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার পারিবারিক সংস্থা৷

🔴 মন্দিরের নকশা তৈরি করেছে এরাই।

🔴 মন্দির নির্মাণের দায়িত্বও এই সোমপুরাদের সংস্থার হাতেই দেওয়া হয়েছে।

🔴 আরও ২ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে ৷

🔴 মন্দির তৈরির কাজ অবশ্য সেই ১৯৯০ থেকেই চলছে ৷ কয়েকশো শিল্পী এতগুলি বছর ধরে নীরবে, নিভৃতে মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন৷

🔴 রামমন্দির ট্রাস্টের, দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে আগেই।

🔴 কাঠামো তৈরি হয়ে গেলে সেই সব তৈরি পাথর নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে।

🔴 নকশার থেকেও বড় হচ্ছে মন্দির৷ লম্বা,চওড়া, উচ্চতা, সব বাড়ছে।

🔴 ১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷

🔴 মূল মন্দির দোতলা হওয়ার কথা ছিলো৷ এখন সেই নকশায় বদল ঘটিয়ে তিনতলা হবে৷

🔴 একতলার ফ্লোর নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ।

🔴 পাথরের কাজও ৬০ শতাংশ হয়ে গিয়েছে।

🔴 মূল কাঠামো দাঁড়িয়ে গেলে, এই সব কারুকার্যখচিত পাথর নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে।

🔴 নির্মাণকারী সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷

🔴 শোনা যাচ্ছে, ২০২৪ সালের হোলির দিন মন্দির খুলে দেওয়া হবে৷

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version