Saturday, November 15, 2025

🔴 বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ||

🔴 ৫ আগস্ট, বুধবার এই মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔴 রামমন্দির ট্রাস্ট ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ হবে৷

🔴 ভূমিপুজো শেষ হওয়ামাত্রই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে।

🔴 ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে রামমন্দির ট্রাস্ট।

🔴 মন্দিরের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে।

🔴 সাড়ে ৩ বছরে মন্দিরের কাজ শেষ করা হবে৷

🔴 পরিকল্পনা এইরকম:

◾ভূমিপুজো- ৫ আগস্ট, ২০২০

◾নির্মাণ কাজ শুরু- ৬ আগস্ট, ২০২০

◾কাজ শেষ হবে – ৩১ জানুয়ারি, ২০২৪

🔴 মন্দির নির্মাণের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করতে দরকার একদল
বিশেষ ধরনের দক্ষ কারিগর, যাদের এ ধরনের মন্দির নির্মাণের অভিজ্ঞতা আছে৷

🔴 এ জন্য গুজরাত ও রাজস্থান থেকে ২৫০ কারিগর নিয়ে আসা হয়েছে৷ তাঁদের হাতেই তৈরি হবে মন্দির ৷

🔴 আকাশ ছুঁয়ে ফেলবে এই মন্দির। রাজস্থান থেকে আনা হয়েছে ১ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর৷

🔴 তার গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব কারুকাজে রামায়নের গল্প।

🔴 মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার পারিবারিক সংস্থা৷

🔴 মন্দিরের নকশা তৈরি করেছে এরাই।

🔴 মন্দির নির্মাণের দায়িত্বও এই সোমপুরাদের সংস্থার হাতেই দেওয়া হয়েছে।

🔴 আরও ২ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে ৷

🔴 মন্দির তৈরির কাজ অবশ্য সেই ১৯৯০ থেকেই চলছে ৷ কয়েকশো শিল্পী এতগুলি বছর ধরে নীরবে, নিভৃতে মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন৷

🔴 রামমন্দির ট্রাস্টের, দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে আগেই।

🔴 কাঠামো তৈরি হয়ে গেলে সেই সব তৈরি পাথর নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে।

🔴 নকশার থেকেও বড় হচ্ছে মন্দির৷ লম্বা,চওড়া, উচ্চতা, সব বাড়ছে।

🔴 ১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷

🔴 মূল মন্দির দোতলা হওয়ার কথা ছিলো৷ এখন সেই নকশায় বদল ঘটিয়ে তিনতলা হবে৷

🔴 একতলার ফ্লোর নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ।

🔴 পাথরের কাজও ৬০ শতাংশ হয়ে গিয়েছে।

🔴 মূল কাঠামো দাঁড়িয়ে গেলে, এই সব কারুকার্যখচিত পাথর নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে।

🔴 নির্মাণকারী সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷

🔴 শোনা যাচ্ছে, ২০২৪ সালের হোলির দিন মন্দির খুলে দেওয়া হবে৷

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version