Monday, August 25, 2025

ছিলেন বামফ্রন্টের মন্ত্রী, রামের টানে মাটি নিয়ে পৌঁছে গেলেন অযোধ্যায়

Date:

তিনি ছিলেন বাংলার সিপিএম বিধায়ক, মন্ত্রীও হয়েছিলেন৷

এখন আর ‘লাল’ তাঁর পছন্দের রং নয়৷ লাল ছেড়ে এখন গেরুয়াকে ভালোবেসেছেন৷ শুধু ভালোবাসাই নয়, রামের আবেগে নদীয়া থেকে মাটি নিয়ে পৌঁছে গিয়েছেন অযোধ্যায়৷

প্রায় ১,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে অযোধ্যায় হাজির হয়েছেন নদিয়ার একদল বিজেপি কর্মীরা।

আর এদের মধ্যে আছেন বামফ্রন্টের প্রাক্তণ মন্ত্রী
বঙ্কিম ঘোষ৷ সঙ্গে আছেন বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা৷ বঙ্কিম ঘোষ এখন রাজ্য বিজেপির কর্মকর্তা, বিজেপির রাজ্য কমিটির সদস্য৷ রাম মন্দির নির্মাণের জন্য চূর্ণী ও গঙ্গা নদীর সঙ্গমের জল এবং কৃত্তিবাস ওঝার বাড়ির মাটি সঙ্গে নিয়ে গিয়েছেন৷ অযোধ্যায় গিয়ে এই সব জিনিস তুলে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের হাতে। ভূমি পূজনে যাওয়ার অনুমতি তাঁরা পাননি। বঙ্কিমবাবু ছাড়াও ওই দলে আছেন রাজ্য কমিটির সম্পাদক মনোজ বিশ্বাস, নদীয়া জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সব্যসাচী মুখোপাধ্যায়। প্রাক্তণ সিপিএম নেতা বঙ্কিমবাবু বলেছেন, “আমরা নদিয়া জেলা থেকে অযোধ্যায় এসেছি৷ কৃত্তিবাস ওঝার বাড়ির মাটি এবং চূর্ণী নদী ও গঙ্গার সঙ্গমের জল নিয়ে এসেছি। দীর্ঘ সময়ের পর যে রাম মন্দিরের শিলান্যাস হবে, এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতেই আমরা অযোধ্যা এসে পৌঁছেছি।”

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version