অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান। ভারত ধর্মনিরপেক্ষ দেশ নয় বলে কটাক্ষ করল ইমরানের দেশ। এদিন রাম মন্দির নিয়ে মুখ খোলেন পাক মন্ত্রী শেখ রশিদ। তাঁর বক্তব্য “ভারত আর ধর্মনিরপেক্ষ দেশ নেই। রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই রামনগর হিসেবে রূপান্তরিত হয়েছে ভারত।” শুধু তাই নয়, কেন রাম মন্দিরের ভূমিপুজোর জন্য এই দিনটি বেছে নেওয়া হলো তারও ব্যাখ্যা দেন তিনি। ২০১৯ সালে ৫ অগাস্ট ৩৭০ ধারা বিলোপ করা হয়। সেই প্রসঙ্গ টেনে শেখ রশিদ বলেছেন, “ইচ্ছাকৃতভাবে এই দিনটি ঠিক করেছেন মোদি। ৩৭০ ধারা তুলে নেওয়ার বর্ষপূর্তি পালন করার জন্য ৫ অগাস্ট ভূমিপুজোর দিন ঠিক করা হয়েছে।”