Tuesday, November 4, 2025

দীর্ঘ তিন দশকের আত্মবলিদানে পূর্ণ হল সংকল্প: মোহন ভগবত

Date:

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর পর দেশবাসীকে দীর্ঘ বছরের ইতিহাস স্মরণ করাতে চাইলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, রাম মন্দির নির্মাণের সূচনার মধ্য দিয়ে দীর্ঘ তিন দশকে বহু মানুষের আত্মবলিদানের ফল এই রাম মন্দির। পূর্ণ হল সংকল্প। অযোধ্যায় রাম মন্দিরের অধিকার নিয়ে ৩০ বছর ধরে বহু মানুষ শহিদ হয়েছেন। লড়াই-সংগ্রাম করেছেন।

এদিন ভূমিপুজোর পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভগবত বলেন, “এই মন্দির নির্মাণের জন্য বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন। তাঁদের আত্মবলিদানের মধ্য দিয়েই রাম মন্দির নির্মাণের স্বপ্ন আজ পূরণ হলো দেশে। একইসঙ্গে আমাদের সংকল্প পূর্ণ হল।”

তিনি আরও বলেন, “গত ৩০ বছর ধরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যে স্বপ্ন আমরা দেখেছি, আজ তা বাস্তবায়িত হলো। অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দিরের নির্মাণ কার্যের সূচনার মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন আশা পূর্ণ হওয়ায় আজ দেশবাসী আনন্দিত ও গর্বিত”।

সবশেষে আরএসএস প্রধান বলেন, “আমাদের কাজ আমরা করে যাব। এখন থেকে আমাদের কাজ হবে, হৃদয়ে যে রাম মন্দির প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে তাকে ধীরে ধীরে গড়ে তোলা। এবং সমৃদ্ধির চূড়ায় পৌঁছে দেওয়া। হিন্দু ধর্ম সকল মানুষের উন্নতি চায়, সকল মানুষকে সমান চোখে দেখতে চায়, সকল মানুষকে একসঙ্গে নিয়ে চলতে চায়।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version