Thursday, August 28, 2025

রাম সকলের, রাম সর্বত্র বিরাজমান।

সব কাজে রামই আমাদের প্রেরণা।

বিভিন্নতার মধ্যে ঐক্য ভারতের চরিত্র। রামকে নিয়েই আলাদা আলাদা রামায়ণ লেখা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। তামিল, তেলেগু, কাশ্মীরি, মালয়ালম, পাঞ্জাবি, বাংলা নানা রাজ্যে নানা ভাষায় রামের বর্ণনা পাই আমরা। পৃথিবীর সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া থেকে শুরু করে রামায়ণ ও রামের বন্দনা হয় কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইরান, নেপাল সহ পৃথিবীর নানা দেশে।

রামের সামাজিক বার্তা: ভেদভাব নয়, সমাজের সব মানুষ সুখী থাক, ন্যায় পাক। সমাজের সবার উন্নতির দর্শনই রামের দর্শন।

রামের নীতি হল প্রীতি ও শান্তির মার্গদর্শন। গান্ধীজিও আজীবন রামের এই নীতি প্রচার করেছেন।

সময়ের সঙ্গে কীভাবে চলতে হবে তা আমাদের শিখিয়েছেন রাম। রামের নীতি আমাদের আধুনিক ও যুগোপযোগী হওয়ার প্রেরণা দেয়।

সবার বিকাশ, সবার আস্থা অর্জন করতে হবে। শান্তিপূর্ণ ও বিভেদমুক্ত সমাজ গড়তে হবে। সেটাই রামরাজ্য।

আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর ভারতের সংকল্প ও প্রেরণা আমরা রামের নীতি থেকেই পাই।

রাম ভারতীয় সংস্কৃতি, পরম্পরা ও মর্যাদাবোধের প্রতীক। তাই আমরা বলি মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম।

আজ রামের জয়ধ্বনি শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে শোনা যাচ্ছে। দেশে সব রামময়।

১৫ অগাস্ট যেমন ভারত ভূখণ্ডের স্বাধীনতা ও বলিদানের উদযাপন, তেমনি আজ রাম মন্দির আন্দোলনের সংঘর্ষ, সংকল্প, তপস্যা ও ত্যাগ স্মরণ করার দিন।

রাম আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক, ন্যায়প্রিয় ভারতের প্রতীক, অতীত ও বর্তমানের যোগসূত্র।

এই ঐতিহাসিক রাম মন্দির আগামী প্রজন্মকে আস্থা, শ্রদ্ধা ও সংকল্পের প্রেরণা দেবে। রাম মন্দিরকে কেন্দ্র করে বদলে যাবে অযোধ্যার অর্থনীতি।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version