পর্দার খলনায়ক তিনি। অথচ লকডাউন পর্বে দেশবাসীর কাছে নায়ক হয়ে উঠেছেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে, কখনও মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন তিনি। এবার অসমের বাসিন্দা এক মহিলার পাশে দাঁড়ালেন অভিনেতা।

দিন কয়েক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছে। লকডাউনে কাজ নেই। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ঘরবাড়ি। কোলের শিশুকে নিয়ে অসহায় অবস্থা ওই মহিলার। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার একটি ভিডিও ভাইরাল হয়। তা দেখে তৎপর হন সোনু সুদ। ওই মহিলার জন্য বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিলেন অভিনেতা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লেখেন, “আসুন আজ রাখি বন্ধন উপলক্ষে আমাদের বোনের জন্য নতুন বাড়ি তৈরি করি।”

चलो आज रक्षा बंधन के अवसर पर असम में अपनी इस बहन का नया घर बनाते हैं। ❣️ https://t.co/ZyqgJKHQXb
— sonu sood (@SonuSood) August 3, 2020