মহামারির জেরে ২০২০-২১ অর্থ বর্ষে দেশে জিডিপি বৃদ্ধির হার ঋণাত্মক হবে বলে জানালো রিজার্ভ ব্যাঙ্ক

করোনার জেরে সারা দেশে লকডাউনে মানুষ ঘরবন্দি। কাজ বন্ধ, অধিকাংশ মানুষের রোজগারও বন্ধ। ফলে দেশে যে অর্থনৈতিক মন্দা থাবা বসাবে, তার ইঙ্গিত মিলেছে। এবার মুডি’র রিপোর্ট সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল। রেটিং এজেন্সি মুডি’র রিপোর্ট অনুযায়ী ২০২০-২১ আর্থিক বর্ষে কোনও বৃদ্ধিই দেখবে না ভারত। অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার শূন্য হবে।
তবে এই রিপোর্টে একটিই সদর্থক দিক রয়েছে,। আর তা হল ,২০২২ আর্থিক বর্ষে ৬.৬ শতাংশ জিডিপি বৃদ্ধি হবে। এখন ভারতের জিডিপি বৃদ্ধির হার ৪.৮ শতাংশ।
এমনকি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে জিডিপি বৃদ্ধির গ্রাফ নিম্নমুখী থাকার সম্ভাবনা প্রবল। এই করোনা পরিস্থিতির প্রভাব থাকবে সারাবছরই।
লক ডাউন ওঠায় ধীরে ধীরে চাঙ্গা হচ্ছিল অর্থনীতি। কিন্তু, নতুন করে সংক্রমণ বাড়ায় এবং ফের লকডাউনের ফলে ব্যাহত হয়েছে সেই ধারা। তাই লকডাউনের সময়কালীন পরিকল্পনা নিয়েই আগামীদিনে এগোতে চায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার  ঋণনীতি কমিশনের বৈঠকের পর এমনটাই জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।
বর্তমানে দেশ তথা বিশ্বের অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত করোনাভাইরাস পরিস্থিতি। ।
তাই গোটা ২০২০-২১ অর্থবর্ষতেই দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হবে বলেই জানিয়েছে আরবিআই।