প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী

লড়াই শেষ। প্রয়াত প্রবীন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়ছিল ৭৬ বছর। আজ, বৃহস্পতিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ একটি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত ২৯ জুলাই এই বর্ষীয়ান বামপন্থী নেতা করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুসফুসের সংক্রমণের সমস্যা ছিল তাঁর। গত রবিবার থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। যদিও মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় আংশিক ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন শ্যামলবাবু। সিটুর সভাপতিও ছিলেন তিনি। বাম সরকারের আমলে পরিবহণ মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কিন্তু মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে।