Saturday, November 15, 2025

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের

Date:

এবার বেসরকারি বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউনের আবহেও রাস্তায় বেসরকারি বাস-মিনিবাস এর সংখ্যা আরও বাড়বে এবং যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মার্চের শেষ থেকেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও লকডাউন জারি করা হয়। সেই সময় বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু হয় বাস পরিষেবা। কিন্তু তাতেও নির্দিষ্ট করে দেওয়া হয় যাত্রীসংখ্যা। এরপরই বাসমালিকদের একের পর এক দাবিতে কার্যত নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা ।
বারবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল বিভিন্ন বাস-মিনিবাস মালিক সংগঠন । সেই দাবি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। তবে তা সত্ত্বেও তাদের  বেশ কিছু দাবি  মেনে নেয়নি রাজ্য সরকার। তাই ১৫ হাজার টাকা করে অনুুুদান  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতেও কোনও লাভ হয়নি। রাস্তায় বাস তুলনামূলকভাবে কম নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাসমালিকরা। তাতে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাত্রী পরিষেবা না দেওয়া হলে ওই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে । তারপর যদিও কিছু বেশি সংখ্যক বাস রাস্তায় নামে।
বৃহস্পতিবার অবশ্য  বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্নে তাঁর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়  জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওই ১৫ হাজার টাকার পরিবর্তে বাসমালিকরা কর মকুবের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী কর মকুবেরই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে বাসমালিক সংগঠনগুলি খুশি হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। যদিও রাজ্যের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত বাস মালিক সংগঠনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

মডেল বিহার! SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল, ধুয়ে দিলেন কল্যাণ

বিহার নির্বাচনে বিজেপির ভালো ফলের পরে SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর শনিবার রাজ্যপালের (Governor) এই...

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...
Exit mobile version