Monday, May 5, 2025

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের

Date:

এবার বেসরকারি বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউনের আবহেও রাস্তায় বেসরকারি বাস-মিনিবাস এর সংখ্যা আরও বাড়বে এবং যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মার্চের শেষ থেকেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও লকডাউন জারি করা হয়। সেই সময় বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু হয় বাস পরিষেবা। কিন্তু তাতেও নির্দিষ্ট করে দেওয়া হয় যাত্রীসংখ্যা। এরপরই বাসমালিকদের একের পর এক দাবিতে কার্যত নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা ।
বারবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল বিভিন্ন বাস-মিনিবাস মালিক সংগঠন । সেই দাবি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। তবে তা সত্ত্বেও তাদের  বেশ কিছু দাবি  মেনে নেয়নি রাজ্য সরকার। তাই ১৫ হাজার টাকা করে অনুুুদান  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতেও কোনও লাভ হয়নি। রাস্তায় বাস তুলনামূলকভাবে কম নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাসমালিকরা। তাতে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাত্রী পরিষেবা না দেওয়া হলে ওই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে । তারপর যদিও কিছু বেশি সংখ্যক বাস রাস্তায় নামে।
বৃহস্পতিবার অবশ্য  বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্নে তাঁর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়  জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওই ১৫ হাজার টাকার পরিবর্তে বাসমালিকরা কর মকুবের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী কর মকুবেরই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে বাসমালিক সংগঠনগুলি খুশি হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। যদিও রাজ্যের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত বাস মালিক সংগঠনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version