Sunday, November 16, 2025

গুরুতর অভিযোগ, মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না

Date:

মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না৷ এমনই অভিযোগ উঠেছে৷
ওয়েবসাইট যে নম্বর দেখানো হয়েছিলো, মাধ্যমিকের মার্কশিট হাতে আসার পর পরীক্ষার্থী দেখছে, তাতে বিষয়ভিত্তিক নম্বর আলাদা। বিভিন্ন জেলায় বহু পরীক্ষার্থীর এই অভিজ্ঞতা হচ্ছে। এদের অনেকেই মধ্যশিক্ষা পর্ষদে যোগাযোগও করেছে বলে খবর। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর কারণ খুঁজতে তিনি পুলিসের সাইবার ক্রাইম বিভাগের সাহায্য চেয়েছেন৷ প্রয়োজন হলে সিআইডির সহযোগিতাও চাওয়া হবে৷
মহামারি পরিস্থিতির জন্য এ বছর ফল প্রকাশের দিনই মার্কশিট বিলি করতে পারেনি পর্ষদ। ১৫ জুলাই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে ওয়েবসাইটে ফল প্রকাশ করে পর্ষদ। ২২ জুলাইয়ের পর মার্কশিট হাতে পেতে শুরু করে পরীক্ষার্থীরা। তার আগে ওয়েবসাইট থেকে মোট এবং বিষয়ভিত্তিক নম্বর দেখে, তার প্রিন্ট আউটও বের করে নিতে পেরেছে তারা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে পরীক্ষার্থীর মার্কশিটের নম্বরে অনেকটাই অমিল রয়েছে। পর্ষদ অভিযোগ পেয়ে দেখেছে, মার্কশিটের নম্বরই পরীক্ষার্থীর প্রকৃত প্রাপ্ত নম্বর। কারণ তা পর্ষদের রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে। পর্ষদের সভাপতি বলেছেন, বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে।
তবে ওয়েবসাইট সংস্থাগুলির তরফে গাফিলতি হওয়াও অস্বাভাবিক নয়। যেহেতু প্রতিটি ধাপই ভালোভাবে ডকুমেন্টেড থাকে, তাই কোন ধাপে ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, তা সহজেই ধরা সম্ভব বলে মনে করছে এ বিষয়ে বিশেষজ্ঞ মহল।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version