অনলাইন কাউন্সেলিংয়ে জয়েন্টে র‌্যাঙ্ক করা পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফি লাগবে না

আজ শুক্রবার প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। চলতি বছরের ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। মহামারি পরিস্থিতিতে অন্য সমস্ত পরীক্ষার মতোই জয়েন্টের ফল প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর সেই কারণেই কিছুটা দেরিও হয়। এ বছর প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। ফল প্রকাশের পর দ্রুত কাউন্সেলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টার রয়েছে। এই সেন্টারগুলি মাধ্যমে কাউন্সেলিংয়ে অংশ গ্রহণ করা যাবে। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা।

▪️এ বছর কাউন্সেলিংয়ের জন্য কোনও টাকা লাগছে না।

▪️যাঁরা র‌্যাঙ্ক করেছেন তাঁদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না।

▪️এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং হবে।

▪️রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না ফি।

▪️সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ১০টি। মোট আসন সংখ্যা রয়েছে ২,০৫৩।

▪️বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ৮৬টি। সেখানে মোট আসন সংখ্যা ২৮ হাজার ৪৯৩।

▪️সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১ টি। আসন সংখ্যা ২,২৮৩।

▪️৯ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২,০৬২।

▪️সব মিলিয়ে রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪ হাজার ৮৯১ টি।

Previous articleফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুদের সঙ্গে সেলফি তোলায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী ! গ্রেফতার…
Next articleনিষিদ্ধ ঘোষণার পর এবার টিকটকের সঙ্গে সব আর্থিক লেনদেন বাতিলের অর্ডার সই ট্রাম্পের